মির্জাপুরে মাটি কাটার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাটি কাটার অপরাধে ৪ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার গোড়াই ও তরফপুর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

জানা গেছে, বেশকিছুদিন ওই এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে মাটি উত্তোলন করছে। খবর পেয়ে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া এলাকায় নদী তীরের মাটি ও তরফপুর ইউনিয়নের লাল মাটি কাটার অপরাধে যথাক্রমে রাসেল, শামীম, শহিদুলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং গতকাল বুধবার (৯ মার্চ) উপজেলার খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহারুল নামের ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, প্রতিনিয়ত মাটি কাটা বন্ধে দিনে-রাতে অভিযান পরিচালনা করে আসছি। গতকাল ও আজকে ৪জন অসাধু মাটি ব্যবসায়ীকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap