টাঙ্গাইলের ৮ উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ৩ মাস পর টাঙ্গাইলের ১২ টি উপজেলার মধ্যে ৮ উপজেলা ও ৭ টি পৌরসভায় বিএনপি’র নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছেন টাঙ্গাইল জেলা বিএনপি শাখা’র আহবায়ক কমিটি।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।

শুক্রবার (১১ মার্চ) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদস্য সচিব মাহমুদুল হক সানু।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন আহবায়ক কমিটি দেয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি উপজেলা ও পৌরসভাগুলোতে নতুন আহবায়ক কমিটি দেয়া হবে। এ লক্ষে কাজ চলছে।

৮ উপজেলা ও ৭টি পৌরসভায় নতুন আহবায়ক, সদস্য সচিব ও সাধারণ সদস্য মিলে ৫ শতাধিক নেতাকর্মী জায়গা পেয়েছেন এ কমিটিতে। তারা হলেন-

১। ধনবাড়ী উপজেলা বিএনপি: আহবায়ক অধ্যাক্ষ এম আজিজুর রহমান ও সদস্য সচিব মো. এনামুল হক, ৪ জন যুগ্ম আহবায়ক এবং ৩৬ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক এস.এম. এ ছোবাহান ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বপন, ৬ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জন সদস্য।

২। মধুপুর উপজেলা বিএনপি: আহবায়ক মো. জাকির হোসেন সরকার ও সদস্য সচিব মো. নাছির উদ্দিন, ৬ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক খুররম খান ইউসুফজী প্রিন্স ও সদস্য সচিব খন্দকার মোতালিব হোসেন, ৮ জন যুগ্ম আহবায়ক এবং ৩১ জন সদস্য।

৩। কালিহাতী উপজেলা বিএনপি: আহবায়ক মজনু মিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম (ভিপি), ৮ জন যুগ্ম আহবায়ক এবং ৩৮ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক ইঞ্চিনিয়ার মো. সাহিদুর রহমান সিদ্দিকী ও সদস্য সচিব সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩০ জন সদস্য।

এলেঙ্গা পৌর বিএনপি: আহবায়ক একাব্বর আলী ও সদস্য সচিব হারুন অর রশিদ হিরু, ১১ জন যুগ্ম আহবায়ক এবং ২৯ সদস্য।

৪। নাগরপুর উপজেলা বিএনপি: আহবায়ক এস.এম সালাম ও সদস্য সচিব হাবিবুর রহমান হবি, ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৪২ সদস্য।

৫। মির্জাপুর উপজেলা বিএনপি: আহবায়ক ফাতেমা আজাদ ও এ উপজেয়া সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়নি। ১১ জন যুগ্ম আহবায়ক এবং ৪৯ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক হযরত আলী মিয়া ও সদস্য সচিব এস. এম মহসিন, ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৩৫ জন সদস্য।

৬। বাসাইল উপজেলা বিএনপি: আহবায়ক এনামুল করিম অটল ও সদস্য সচিব এডভোকেট নুর নবু আবে- হায়াত খান, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩২ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক মো. আখতারুজ্জামান তুহিন ও সদস্য সচিব আবুল কাল আজাদ প্রিন্টু, ৯ জন যুগ্ম আহবায়ক ও ৩২ জন সদস্য।

৭। সখীপুর উপজেলা বিএনপি: আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও সদ্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, ৫ জন যুগ্ম আহবায়ক এবং ৩৯ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক নাছির উদ্দিন (কমিশনার) ও সদস্য সচিব মীর আবুল হাসেম, ১১ জন যুগ্ম আহবায়ক এবং ২৮ জন সদস্য।

৮। দেলদুয়ার উপজেলা বিএনপি: আহবায়ক আব্দুল আজিজ খান (চান খাঁ) ও সদস্য সচিব এস.এম ফেরদৌস আহমেদ, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩৫ জন সদস্য।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জেলার সকল উপজেলা ও পৌর সভার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সভাতে নতুন আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা আহবায়ক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap