সুপেয় পানি সরবরাহে ন্যাশনাল গ্রিড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে সুপেয় পানি সরবরাহে ন্যাশনাল গ্রিড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে এডিবির মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) কেনিচি ইয়োকোয়ামার নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট আছে। এ সংকট দূর করতে ন্যাশনাল গ্রিড চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে।’

তাজুল ইসলাম বলেন, ‘সরকার এখন ভূগর্ভস্থ পানির চেয়ে ভূউপরিস্থ পানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ভূউপরিস্থ পানির ব্যবহারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা সময়ের আগেই পূরণ করা সম্ভব হবে।’

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আরবান গভর্নেন্সসহ অন্যান্য ক্ষেত্রেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এডিবির মহাপরিচালক।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap