মির্জাপুরে ৬২ কেজি গাঁজাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৬২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

রবিবার (১৩ মার্চ) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় গাঁজাবহনকারী ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৩৪ হাজার টাকা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছানোর পর তথ্য মতো ট্রাক তল্লাশি শুরুকালে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে মির্জাপুর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, বাহ্মণবাড়িয়া থেকে টাঙ্গাইলের উদ্দেশে এই গাঁজাসহ ট্রাক নিয়ে রওনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। রোববার কোর্টে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap