নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে একটি সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে খাদে উল্টে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার।
সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাকুটিয়া মাতাল বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত দুই জনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়েছে।
ঘাটাইল থানার এস.আই মতিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি মধুপুর যাচ্ছিল। পথিমধ্যে পাকুটিয়া মাতাল বাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। ভেঙে যায় খুঁটি। এতে ঘটনাস্থলে দুইজন আহত হয়।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ও ট্রাক উদ্ধারের কার্যক্রম চালানো হবে।
Leave a Reply