নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার (৯ মার্চ) দুপুরে করটিয়ায় আবেদা খানম গার্লস স্কুল এন্ড কলেজের পুকুর পাড় এলাকায় নাছির কাস্তে দিয়ে কাঁঠাল গাছের পাতা পারছিলেন। এসময় গাছের ওপর দিয়ে পুকুরে নেয়া বিদ্যুত সংযোগের তার হঠাৎ করে কাস্তের আচড়ে কেটে যায়। পরে নাছির বাড়িতে ফিরছিলেন এমন সময় খবর পেয়ে করটিয়া এলাকার বাসিন্দা বাদল নামের এক ব্যক্তির নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে আবার বাড়িতে আনা হয়। এরপর রবিবার (১৩ মার্চ) রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়।
Leave a Reply