নিজস্ব প্রতিনিধিঃ ’ ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন এ কর্ম সূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, সখীপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, সমাজসেবা কর্মকর্তা মনছুর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সোহেল রানা, সখীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply