নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে জমিলের দখলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও প্রকৃত ঘটনার বর্ণনা করে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার বাংলাদেশ ক্রাইম এসোসিয়েশন এর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ রফিকুল ইসলাম।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, গত ১২ মার্চ ঢাকা রিপোর্টাস ইউনিটে সাগর রুনি মিলনায়তনে শাহনুর ইসলাম ঠান্ডু একটি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সংবাদিকদের কিছু মিথ্যা তথ্য দিয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ছোট মনিরকে সাধারণ মানুষ ও সমাজে হেয়পতিপ্নন ও তার রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা মাত্র। সাংবাদিক ভাই বিষয়টি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানাচ্ছি।
Leave a Reply