কালিহাতিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতিতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ-মিছিল করে।
বুধবার (১৬ই মার্চ) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহের অগ্রগতি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জি. বখতিয়ার হোসেনের সাথে আলোচনায় বসেন।
কিন্তু আলোচনায় কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ ও রেজিস্টারকে অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখে
এদিকে গত ১৪ই মার্চ শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশ করে চলতি সেমিস্টারের পরীক্ষা গ্রহনের দাবী নিয়ে অধ্যক্ষের সাথে আলোচনা করলে তিনি ১৫ই মার্চ পর্যন্ত সময় নেয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়ায় তারা আজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ-মিছিল করে।
শিক্ষার্থীরা জানায়, কলেজ প্রশাসনের গাফিলতির কারনে তারা মারাত্বক সেশনজটে পড়েছে। চলতি বছর ১১ তম ব্যাচের বের হবার কথা থাকলেও তাদের এখনো ২য় বর্ষই শেষ হয়নি। তারা অধ্যক্ষ ও রেজিস্টারের বিরুদ্ধে অভিযোগ এনে বলে, পরীক্ষা শেষ হবার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করার নিয়ম থাকলেও ৮৫ দিন পার হয়ে গেলেও তাদের ফল প্রকাশ করার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়নি।
বিক্ষোভের খবর শুনে কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী অধ্যক্ষ ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার আমন্ত্রন জানান, পরে শিক্ষার্থীরা ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর অধ্যক্ষের অফিসের তালা খুলে দেন। আলোচনায় কোন সমাধান না আসলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবারও হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap