নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে গার্ড অফ অনার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের যৌথ চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন।
গার্ড অফ অনারে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে বীর মুক্তিযোদ্ধাদের অনুরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে গার্ড অফ অনার দেওয়া হয়।
Leave a Reply