জেলা সভাপতি মুহাম্মদ ফয়সাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আকবর আলী। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের কল্যাণের রাজনীতি করে। অত্যাচার, জুলুম,নির্যাতন,শোষণ- নিপীড়ন, অব্যবস্থাপনা,অনিয়ম -দূর্নীতি কে উৎখাত করে এদেশকে সুখী সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছে। আর, একাজে সহযোগিতা করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা. আসাদুজ্জামান খান বাবু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সদ্য সাবেক সভাপতি এস এম কামরুল ইসলাম সহ জেলা ও থানার উর্ধ্বতন দায়িত্বশীল বৃন্দ।
Leave a Reply