টাঙ্গাইলে আশ্রয়ন প্রকল্পের হত দরিদ্র ৩০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের তথ্য অফিসের সহায়তায় উপজেলার বাউসা আশ্রয়ন প্রকল্পের ৩০ জন নারী হত দরিদ্র সদস্যদেরকে দক্ষতা উন্নয়নমূলক সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়াও প্রতি সদস্যদরকে ১ টি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হয়েছে। সেলাই মেশিনের উপকরণসহ শিক্ষা বিষয়ক কাপড় দেওয়া হয়েছে।

গত ১৬ মার্চ বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাউসা আশ্রয়ন প্রকল্পে এই প্রশিক্ষণ শুরু করা হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রশিক্ষন।

প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন অমিরা হান্ডি বুটিকসপের সত্বাধিকারী নারী উদ্যোক্তা হাসিনা আক্তার। এতে সার্বিক সহযােগীতা করছেন টাঙ্গাইল সদর উপজেলা তথ্য অফিস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, দাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা শামীমা নাসরিন শাম্মী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap