নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ফেমাস অটো রাইস মিলের তালা কেটে ৭৮ বস্তা চাল চুরি করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার হামিদপুরে ফেমাস অটো রাইস মিলে এই ঘটনা ঘটে।
এ সময় সাথেই অবস্থিত ডায়মন্ড মিলের সরদার মো. ইউসূফকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা। গুরুতর আহত ইউসূফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এই চুরির ঘটনায় হামিদপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফেমাস অটো রাইস মিলের ব্যবস্থপক জানান, সোমবার মিলে তালা দিয়ে বাড়ি চলে যাই। ভোর ৫টার সময় সংঘবদ্ধ ওই দুর্বৃত্তরা রাইচ মিলের তালা কেটে ৭৮ বস্তা চাল নিয়ে যায়।
ডায়মন্ড মিলের সরদার রাজিব সূত্রধর জানান, দুর্বত্তরা মাস্ক পড়ে এসেছিলো ও ট্রাক বোঝাই করে ওই চাল নিয়ে গেছে।
ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply