নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা।
গতকাল শুক্রবার ১৮ মার্চ দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইল শহরের দক্ষিন কলেজপাড়া এলাকার মৃত শিবু রবি দাসের ছেলে নিমাই রবি দাস (৩৫) ও ঘাটাইল উপজেলার ঘাটাইল পশ্চিম পাড়া এলাকার মো: অসীশ উদ্দিনের ছেলে মো: আ: ছাত্তার (৩৭)। এসময় তাদের কাছ থেকে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতরা জানায়, তারা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল।
র্যাব আরো জানানয়, পরে আটককৃতদের টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply