টাঙ্গাইল সদর বিটের রেঞ্জ কর্মকর্তা এমরান আলী জানান, বিভাগীয় বনকর্মকর্তার (ডিএফও) নির্দেশ এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তারাকুড়ি এলাকা থেকে কাঠগুলো উদ্ধার করে টাঙ্গাইল বন আদালতে শনিবার দুপুরে ট্রাকের মালিক ও গজারি কাঠ ব্যবসায়ী হাজী রিপনসহ তিন জনের নামে মামলা করা হয়েছে।
Leave a Reply