নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর (টিসিবি) পণ্য পাচ্ছেন ১৫ হাজার ৪১৪ পরিবার।
রোববার (২০ মার্চ) থেকে একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় এসব পণ্য বিক্রি করা হবে।
উপজেলা প্রকল্প অফিস সুত্র মতে, উপজেলায় মোট ১২টি বিক্রয় প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মেম্বারদের সাথে আলোচনা করে তালিকা তৈরি করেছেন। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা মোতাবেক সারা উপজেলায় ১৫ হাজার ৪১৪ পরিবারকে টিসিবির পণ্য বিক্রির জন্য কার্ড ইস্যু করা হয়েছে।
তালিকাভুক্ত প্রত্যেক পরিবার টিসিবির নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার করে দুই কেজি সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল ক্রয় করতে পারবেন। এসব টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মির্জাপুর থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, বর্তমান সরকার জেলা-উপজেলায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিন্ম আয়ের মানুষ কম মূল্যে
Leave a Reply