মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, করোনার কারণে বিশ্বব্যাপি খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয়েছে। অপরদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে খাদ্য শস্যের দামের উপর প্রভাবে সম্প্রতি দেশে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও মানুষের কষ্ট লাঘব করতে সরকার চেষ্টা করছে।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের খেটে খাওয়া গরীব মানুষের কষ্ট লাঘব করার জন্য ভর্তুকিতে কম মূল্যে দেশের এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ভালবাসেন ও সবসময় মানুষের মাঝে থাকতে চান। সে জন্যই তিনি কমমূল্যে নিত্যপণ্যের ব্যবস্থা করে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতে দরিদ্র মানুষেরা উপকৃত হবেন ও তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।

রবিবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভা আয়োজিত টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, কয়েকদিন পরেই রোজা শুরু হচ্ছে। ঈদের আগে আমরা ভিজিএফের ১০ টাকা কেজিতে চাল বিতরণ করব। পর্যায়ক্রমে ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন পণ্য দেয়া হবে। এছাড়া, এপ্রিলের মাঝামাঝিতে নতুন ফসল আসবে। সব মিলিয়ে খুব শীঘ্রই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছি।

টিসিবি পণ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌরসভা মেয়র মো. সিদ্দিক হোসেন খান প্রমুখ। এসময় স্থানীয় উপজেলা আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পণ্য বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে টিসিবি ফ্যামিলি কার্ড প্রদর্শন করে পণ্য ক্রয় করেন ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap