দক্ষিন আফ্রিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ রাবাদার বলে শূন্য রানের জীবন পাওয়া ইয়াসির ফিরলেন তার বলেই। ১৪ বলে ২ রান করেন তিনি। এর পরের ওভারে ওয়েন পার্নেলের করা চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশফিক। তার ব্যাট থেকে আসে ৩১ বলে ১২ রান। ৩৪ রানে বাংলাদেশ ৫ উইকেট হারালো। ওয়ান্ডারার্সের ব্যাটিং স্বর্গে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নেমেছে।

বাংলাদেশ: ৩৫/৫ (১৩ ওভার)

মাঠে এসেই জীবন পেলেন ইয়াসির 

এবার আউট লিটন, শুরুতেই চাপে বাংলাদেশ  

তামিমের পর সাকিব ফিরলেন শূন্য রানে

তামিমকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই সাকিব আল হাসানকে হারালো বাংলাদেশ। কাগিসো রাবাদার করা ইনিংসের চতুর্থ ওভারে সাকিব ফেরেন শূন্য রানে। রাবাদার এক্সট্রা বাউন্স বলে ফ্লিক করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু টাইমিং মেলেনি। কাভারে বল তালুবন্দি করেন ভেরেইনা। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। আগের ম্যাচে সাকিব খেলেছিলেন ৭৭ রানের এক ঝকঝকে ইনিংস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ বড় লক্ষ্য দিতে পারে। তামিমের পর শুরুতেই সাকিব ফেরায় চাপে বাংলাদেশ। এখন হাল ধরার চেষ্টা করছেন লিটন-মুশফিক।

শুরুতেই তামিমকে হারালো বাংলাদেশ  

ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন তামিম ইকবাল। তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। লুঙ্গি এনগিডির বলে তামিম এগিয়ে এসে শট খেলতে চেয়েছিলেন, ঠিক মতো সংযোগ হয়নি। ব্যাকওয়ার্ড পয়েন্টে দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন কেশব মহারাজ। আগের ম্যাচে তামিম-লিটন ৯৫ রানের জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। আজ শুরুতেই তামিম ফেরায় সেটা সম্ভব হয়নি।

ব্যাটিংয়ে বাংলাদেশ 

ওয়ান্ডারার্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।বাংলাদেশ সময় রোববার (২০ মার্চ) দুপুর ২টায় শুরু হয় খেলা। প্রথম ম্যাচ ডে-নাইট হলেও এটি  ‘ডে ম্যাচ।’

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে তামিম-বাভুমাদের সংহতি

দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানালো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।  দুই দলের ক্রিকেটার  ও ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে ও এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে।

বাংলাদেশ একাদশ:

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে সফরকারীরা।

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফ্রিকার একাদশে তিন পরিবর্তন

তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশে এসেছেন কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল ও তাবরাইজ শামসি। বাদ পড়েছেন আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন।

টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল, তাবরাইজ শামসি ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, , ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরেইনা।

পিঙ্ক ওয়ানডে

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য  ‘পিঙ্ক ওয়ানডে’ খেলে দক্ষিণ আফ্রিকা। অর্থ্যাৎ প্রোটিয়ারা নামা গোলাপি জার্সি গায়ে দিয়ে। এবার তারা নামছে বাংলাদেশের বিপক্ষে। এই প্রথ বাংলাদেশ পিঙ্ক ওয়ানডে খেলছে।

লক্ষ্য এখন সিরিজ জয়

সেঞ্চুরিয়নে জয়ের মহাকাব্য লেখার পর এবার ওয়ান্ডারার্সে তামিম ইকবালের দল নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। প্রথম ম্যাচ জয়ের পর গতকাল শনিবার বাংলাদেশ দল বিশ্রামে কাটিয়েছে। ব্যাট-বল নিয়ে টুং-টাং না করে তামিম-সাকিবরা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। মেহেদি হাসান মিরাজের কণ্ঠে ভাসছে আত্মবিশ্বাস। জানিয়েছেন দেশের বাইরে সিরিজ জিততে চায় বাংলাদেশ। হ্যাঁ, দেখেন স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও আমরা সিরিজ জিততে চাই।’

তামিমের জন্মদিনে জয় উপহার দিতে পারবেন সতীর্থরা?

৩৩ পেরিয়ে ৩৪ এ পা রাখলেন তামিম। দেশসেরা বাঁহাতি ওপেনারের জন্মদিনে বাংলাদেশ মাঠে নামছে জোহানেসবার্গের ওয়ান্ডার্সে। দুদিন আগে ল্যান্ডমার্ক অর্জনের পর বার্থডে বয়কে সেরা উপহার কি দিতে পারবেন সাকিব-মুশফিকরা! আজ যে দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়ের হাতছানি। তার জন্মদিনে জয় উপহার দিতে পারবেন সতীর্থরা?

ছাড় দেবে না দক্ষিণ আফ্রিকা

নিজেদের মাটিতে হেরে দক্ষিণ আফ্রিকা এখন আহত বাঘ। তারা হামলে পড়বে বাংলাদেশের ওপর; এটা এক প্রকার নিশ্চিত। আইসিসি বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের অবস্থান শীর্ষে। আর দক্ষিণ আফ্রিকার তলানিতে। বাংলাদেশের বিপক্ষে যে কোনোভাবে জয় তুলে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া স্বাগতিক দল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচও হারলে বিশ্বকাপে সরাসরি যাওয়া নিয়ে সংশয়ে পড়তে হতে পারে প্রোটিয়াদের।
অধিনায়ক বাভুমা বলেন, ‘রোববার আমাদের ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই। আমাদের সব বিভাগকে ভালো পারফরম্যান্স করতে হবে। আমি যে সব পয়েন্ট অর্জন করেছি তা দেখেছি। আমাদের ওই খেলাটাই খেলতে হবে যেটা আমরা জানি এবং আমরা পারি।’

ব্যাটিং স্বর্গ ওয়ান্ডারার্স

ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার পয়া ভেন্যু। চেনা পরিবেশ, চেনা কন্ডিশন। সবকিছুই তাদের পক্ষে। এখন পর্যন্ত এই মাঠে ৫০টি ওয়ানডে হয়েছে। তার মধ্যে ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩ ম্যাচে জয় নিরপেক্ষ দেশের। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এটি। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মধ্যকার ৪৩৮ রানের সেই বিখ্যাত ম্যাচ এখানেই হয়েছে। ওভার প্রতি গড় রান এখানে ৫.২০ করে। মাঠের পরিসংখ্যান বলে দিচ্ছে এই মাঠে জয় পেতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের আবার জ্বলে উঠতে হবে। তার সঙ্গে থামাতে হবে ডেভিড মিলার কিংবা ভ্যান ডার ডুসেনদের। তারা জ্বলে ওঠার আগেই নিভিয়ে দিতে হবে। না হয় রান বন্যায় ভাসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap