-
- আইন ও অপরাধ, টাংগাইল, সখিপুর
- সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল উদ্ধার ২ জন আটক
- প্রকাশের সময় : মার্চ, ২২, ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ণ
- 109 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সখীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার নেতৃত্বে এক দল পুলিশ গতকাল সোমবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজারের একটি মুদির দোকান থেকে এসব চাল উদ্ধার করে। এ সময় পুলিশ মুদি দোকানদার বিল্লাল হোসেনকে (৪০) ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফাইজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উপজেলার কাশেম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিল্লাল হোসেনের মুদির দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। ধারনা করা হয়েছে ওই ব্যবসায়ী এসব চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও মামলার বাদী আশরাফুল আলম ফাহিম বলেন, চলতি মাস থেকে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব চাল ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের মাঝে বিক্রি করা হচ্ছে। ধারনা করা হচ্ছে গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী কোনো ডিলার অথবা উপকারভোগীর কাছ থেকে ওইসব বস্তা কমমূল্যে কিনে অধিক মূল্যে বিক্রি করছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply