ভূঞাপুরে পানের দোকানে গাঁজা কেনা-বেচা ২ জনকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা কেনা-বেচা ব্যবসা করার অপরাধে দুই মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজা দেয়াকালে ৪৪ গ্রাম গাঁজা ও নগদ টাকা তাদের কাছ থেকে জব্দ করা হয়।

গত সোমবার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর পৌর শহরের কাঁচা বাজারে একটি পানের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।

মাদক কারবারি দুইজন হলেন, ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের হানিফের ছেলে হাসান ও উপজেলার কাগমারী পাড়া গ্রামের খোদা বক্সের ছেলে আকবর আলী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউল ইসলাম ঢাকাপ্রকাশ-কে জানান, দণ্ডপ্রাপ্ত দুইজন দীর্ঘদিন ধরে পানের দোকানে বসে গাঁজার ব্যবসা করে আসছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার পুলিশ সদস্যদের নিয়ে মাদক কারবারি আকবরের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ (১) এর সারণি ২১ মতে ওই দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap