নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ের লাল মাটির টিলা ও ফসলি জমির মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়িকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধভাবে বিল থেকে বালু উত্তোলনের দায়ে ৪টি বাংলা ড্রেজার ধব্ংস করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার দেওপাড়া এলাকায় পাহাড়ের লাল মাটির টিলা কাটার অপরাধে তালতলা গ্রামের মাটি ব্যবসায়ি আব্দুর রহিম (৩৫) কে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার গুইয়াপচা বিলে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থাপিত চারটি বাংলা ড্রেজার ধ্বংস করা হয়। এদিকে ফসলি জমির মাটি কাটার অপরাধে ঘাটাইল সদর ইউনিয়নের শিমলা এলাকায় মাটি ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষন আইন ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ি তাদের এ জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবৎ উপজেলার চান্দেরপাড়া, দেওলাবাড়ি, গলগন্ডা, বেংরোয়া, ডৌজানি, তারাগঞ্জ, কান্দুলিয়া দিঘলকান্দি, বগাআটাসহ উপজেলার বিভিন্ন স্থানে অবাধে চলছে ফসলি জমির মাটিকাটা। একইভাবে উপজেলার পাহাড়ি এলাকা দেওপাড়া, বগা, ধলাপাড়া, সাগরদিঘী, রসুলপুর, কুশায়িা, কুড়িপাড়া, তালতলা, কাজলা সহ বিভিন্ন এলাকায় অবাধে চলছে লাল মাটির পাহাড় কাটা।
Leave a Reply