মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। লিখিতভাবে এমন অভিযোগ তুলেছেন একই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মো. তারেক। এ ছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে র‌্যাগিংয়ের প্রতিকারে সংবাদকর্মীদের সহযোগিতা চান ভুক্তভোগী শিক্ষার্থীরা।

বুধবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. রোকনুজ্জামানের সুপারিশক্রমে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

লিখিত আবেদনে জানা যায়, গত ২৮ মার্চ রাতে ক্যাম্পাসের পার্শ্ববর্তী সন্তোষ আরিফ নগরে অবস্থিত ছাত্রাবাসে ২য় বর্ষ ১ম সেমিস্টারের এনভায়রন মেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শামীম, আজমাইন, সেলিম, মাহিন, রাহাত এবং ফার্মেসি বিভাগের সাফিসহ আরও অনেকে র‌্যাগিংয়ের শিকার হয়। তারা এখন মানসিকভাবে বিপর্যস্ত ও লেখাপড়া চালানো কঠিন হয়ে পড়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের উপর অমানবিক র‌্যাগিং এবং শারীরিক, মানসিক অত্যাচার করা হয়। নিষেধ থাকলেও রাতে বিভিন্ন মেসে ডেকে নিয়ে সারারাত চলে র‌্যাগিং। উল্টাপাল্টা হলে শারীরিক নির্যাতন করা হয়। আমরা অসহায়, আমাদের বলার কেউ নাই। এ ছাড়াও, কাকে বলবো জানি না, বললে পরে আরও শাস্তি পেতে হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক বলেন, ‌‌‘সে অভিযোগ করেছে। অভিযোগের আলোকে আমরা তদন্ত কমিটি গঠন করবো। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap