বন্ধুর অনুরোধে আমি এই পরীক্ষাটি দিতে এসেছি।’কেন্দ্র সচিব টাঙ্গাইল পলিটেক ইন্সটিটিউটের অধ্যক্ষ বি.এম. আমিনুল ইসলাম অক্সফোর্ড কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী মো. সায়েম যাহার বোর্ড রোল নং-৩৬৫৭৪৫, রেজি: নং-০০০০২৩৫২৪০, সেশন-২০১৬-১৭, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং-২ (ক্যাড), বিষয় কোড-৬৬৪৪৩ বিষয়ের পরীক্ষায় মিথ্যা পরিচয় দিয়ে (ভূয়া পরীক্ষার্থী মো. রায়হান কবির নামীয়) পরীক্ষা কক্ষে অন্যের হয়ে পরীক্ষায় অংশগ্রহন করায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সমন্বিত শৃঙ্খলা বিধির ১.১৯ ধারা অনুযায়ী পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে এবং তাকে পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনুমতি না দেওয়ার জন্য সুপারিশ করেছে।
Leave a Reply