সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল।
এসময় উপজেলার আটটি ইউনিয়ন, পৌরসভার শতাধিক ফুটবল খেলোয়ার, ক্রিকেট খেলোয়ার, সাঁতারু, বাস্কেটবল খেলোয়ার, দৌড়বিদ সহ উপজেলার বিভিন্ন ক্যাটাগরির খেলোয়াড়বৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply