নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) নিহত হয়েছেন।
গতকাল সখীপুর থেকে মোটরসাইকেলযোগে স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) তার নিজ বাড়ি উপজেলার কালিয়ান দুয়ানীপাড়া ফেরার পথে কালিয়ান খানা পাড়ায় বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সে।
পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত স্কুলছাত্র ওই গ্রামের বেলু মিয়ার ছেলে এবং কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সখীপুর থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply