গোপালপুরে ৭ বিদ্রোহী প্রার্থীসহ ৮ নেতাকে বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ

নিজস্ব প্রতিনিধিঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের গোপালপুরে ৭ বিদ্রোহী প্রার্থীসহ ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান লুৎফর, সদস্য মো. আবু ফারুক মিঞা, মো. গোলাম মোস্তফা আঙুর ও মো. আ. হাই, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিক তালুকদার।

প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে উপজেলার ৭ ইউনিয়নের ৫টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ১৬ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৭ নেতা নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap