সখীপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের স্ত্রীর উপর হামলা আনসার সদস্যর

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে আপন ছোটভাইর স্ত্রীর উপর হামলা ও তাদের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে সোলাইমান মিয়া (৫৫) নামের এক আনসার সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এর দুইদিন আগে ওই আনসার সদস্য ইফতারের সময় ছোট ভাই আবদুল আজিজের স্ত্রী লাইলী বেগমকে (৩৫) পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় ওই রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দাড়িয়াপুর উত্তরপাড়া গ্রামের মৃত খন্দকার হবিবুর রহমানের ছেলে আনসার সদস্য সোলাইমান ও আবদুল আজিজের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমমার ইফতারের সময় কথা কাটাকাটির এক আনসার সদস্য সোলাইমান মিয়া, তার স্ত্রী পারভীন আক্তার ও ছেলে রাজু আহমেদ মিলে ছোট ভাইয়ের স্ত্রী লাইলী বেগমের ওপর হামলা চালায়। পরে লাইলীর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। বাড়ি খালি পেয়ে পরদিন মঙ্গলবার তারাবী নামাজের সময় তাদের বসতঘরে আগুন দেয় ওই আনসার সদস্য। স্থানীয়রা দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় ভ্যানচালক আবদুল আজিজের ১৪ হাত টিনের ঘর ও ঘরের আসবাবপত্র। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি ওই আনসার সদস্য সোলাইমান কর্তৃক এলাকায় নানা অপকর্মের হাত থেকে নিষ্কৃতি চান। কিছুটা সুস্থ্য হয়ে থানায় মামলা করবেন বলে জানান হামলার শিকার লাইলী বেগম ও তার স্বামী আবদুল আজিজ।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মুঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আনসার সদস্য সোলাইমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে দ্রুতই মীমাংসা করা হবে বলে তিনি জানান।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap