পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার পংভাদ্রা গ্রামের আব্দুল জলিলের মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রীকে (১৬) কেদারপুর ব্রীজে বেড়ানোর কথা বলে নিয়ে যায় । সেখানে শাহানুর হোসেন ওরফে নিরব (২৬), রকিবুল ইসলাম ওরফে বাবু (৩৬), আ. কদ্দুস ওরফে ঈমন (২২) মিলে তাকে ব্রীজের পাশের্ব লেবু বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে। পরবতর্ীতে ওই ছাত্রীকে ভয় দেখিয়ে নাগরপুর রাজিয়া সিনেমা হল সহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষন করে।
Leave a Reply