নাগরপুরে স্কুলছাত্রী গণধর্ষনের ঘটনায় দুই যুবক গ্রেফতার

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় নাগরপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জরিত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার ধুবরিয়া সাহাপাড়া গ্রামের নুরু সেক এর ছেলে শাহানুর হোসেন ওরফে নিরব (২৬), ডহর পাচুরিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে রকিবুল ইসলাম ওরফে বাবু (৩৬)। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার পংভাদ্রা গ্রামের আব্দুল জলিলের মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রীকে (১৬) কেদারপুর ব্রীজে বেড়ানোর কথা বলে নিয়ে যায় । সেখানে শাহানুর হোসেন ওরফে নিরব (২৬), রকিবুল ইসলাম ওরফে বাবু (৩৬), আ. কদ্দুস ওরফে ঈমন (২২) মিলে তাকে ব্রীজের পাশের্ব লেবু বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে। পরবতর্ীতে ওই ছাত্রীকে ভয় দেখিয়ে নাগরপুর রাজিয়া সিনেমা হল সহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষন করে।
এ ঘটনার পর স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পরলে তাকে ৬ এপ্রিল ২০২২ মানিকগঞ্জের দৌলতপুরে এক ক্লিনিকে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা পর জানতে পারে সে অন্তস্বত্তা।
ভিকটিমের পিতা জলিল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মেয়েকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে বেড়ানোর কথা বলে নিয়ে যেত। ২৫ অক্টোবর নাগরপুর উপজেলার কেদারপুর ব্রীজের পাশের্ব লেবু বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে গনধর্ষন করে। ধর্ষনের ফলে আমার মেয়ে প্রায় ৫/৬ মাসের অন্তস্বত্তা হয়ে পরে।
 নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিকটিমের পিতা বাদী হয়ে শনিবার সকালে নাগরপুর থানা মামলা করে। এদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে গণধর্ষনে জরিত দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান সরকার আব্দুল্লাহ আল মামুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap