নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ও পিচুরিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৯ এপ্রিল) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন, গালা এলাকার মিয়া চানের ছেলে আব্দুস সালাম ও ছোট বাসালিয়া এলাকার আরফান আলীর ছেলে জেমিম হোসেন।
এদের দুইজনকে ৬০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় ওই ২ জনকে জরিমানা করা হয়েছে।
Leave a Reply