এম এ রউফঃ গতকাল ১০ এপ্রিল/২২ সন্ধ্যায় মধুপুরে বজ্রপাতে পৌরসভার কাইত কাই গ্রামের ময়েন উদ্দিন(৫০) সন্ধ্যায় মাঠ হতে দুধালু গাভী ও বাছুর নিয়ে আসার সময় মধুপুর জামালপুর মহাসড়কে গোলাবাড়ী ব্রীজের পূর্বপাশে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে ও তার গাভী এবং বাছুরটি মারা যায়। এদিকে বজ্রপাতের খবর শুনে ময়েন এর স্ত্রী ময়না (৪০) ১০ বছরের নাতিন আবাবিলকে সাথে নিয়ে ঝড়ের মাঝেই ভ্যান যোগে যাওয়ার পথে ঘটনাস্থলের সন্নিকটে ফরেষ্টের নার্সারির সামনে ঝড়ের প্রচন্ড বাতাসে গাছের ডাল এসে উপরে পরলে ভ্যানটি বংশাই নদে পরে ভ্যানচালক আঃ সামাদ, নিহতের স্ত্রী ময়না ও নাতি আবাবিল আহত হয়।এর মাঝে ভ্যান চালকের অবস্থা গুরুতর। নিহত ময়েন বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার এসোসিয়েশন মধুপুর শাখার সদস্য। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানা কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply