নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামে একটি বাস টাঙ্গাইলে এসে ৩৫ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পুকুরে পড়েছে। এতে বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে ৮ জন যাত্রী গুরুতর আহত হলে তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতরা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৫ টায় টাঙ্গাইল-এলেঙ্গা-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের সিংগুড়িয়া বাসস্ট্যান্ডের যদুরগাড়া নামক মোড়ে এ ঘটনা ঘটে। ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আবুল কালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসটি উত্তরবঙ্গের। যাত্রীটিতে ৩৫ জন যাত্রী ছিল। মহাসড়কে যানজটের কারণে বাসটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সিংগুড়িয়া যদুপাড়া পৌঁছলে ঘনকুয়াশান কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে করে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৮জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নেন।
Leave a Reply