বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’ খ্যাত অভিনেতা পবন কল্যাণ। তাকে নিয়ে পরিচালক কৃষ নির্মাণ করছেন ‘হরি হারা বীরা মালু’। সিনেমাটিতে ১ হাজার যোদ্ধার সঙ্গে লড়বেন পবন। টলিউড ডটনেট এ খবর প্রকাশ করেছে।
পরিচালকের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন—‘‘এ সিনেমার হেবি অ্যাকশন দৃশ্যের শুটিং খুব শিগগির শুরু করবেন পরিচালক। এই দৃশ্যে পবন কল্যাণের বিপরীতে মোট ১ হাজার যোদ্ধা অংশ নেবেন। ‘হরি হারা বীরা মালু’ সিনেমার সবচেয়ে আলোচিত অংশ হবে এই অ্যাকশন দৃশ্য।’’
কয়েক দিন আগে পবন কল্যাণের বেশ কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায়, পবনের পরনে স্পোর্টস পোশাক। মাথায় লম্বা চুল। হাতে অস্ত্র। চোখে-মুখে খেলা করছে প্রতিশোধের ছায়া। এসব ছবি মূলত অনুশীলনের। এই হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের জন্য এভাবে নিজেকে প্রস্তুত করেন পবন।
গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৫০ বছর বয়েসী পবন কল্যাণ মার্শাল আর্টের গুরুত্বপূর্ণ কিছু কৌশলে দক্ষতা রয়েছে, যা বেশ কিছু সিনেমায় দেখা গেছে। নতুন এ সিনেমার জন্য মার্শাল আর্টের আরো কিছু গুরুত্বপূর্ণ কৌশল অনুশীলন করছেন পবন। ওই অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত ৮ এপ্রিল থেকে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু করেছেন পরিচালক কৃষ। বীরা মালুর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। মোগল সাম্রাজ্যের পটভূমিতে সাজানো হয়েছে এ সিনেমার গল্প। অ্যাডভেঞ্চার-অ্যাকশন ঘরানার এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন ২৮ বছর বয়েসী নিধি আগরওয়াল।
পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—রানা দাগ্গুবতি, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ।
Leave a Reply