নিজস্ব প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার (১০ এপ্রিল) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম জানান, সহিদুর রহমানের বিষয়ে অন্য আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। এ ছাড়া চিকিৎসার বিষয়ে যথাযথ হাসপাতালের কোনো সনদ দেখাতে পারেননি তিনি। বিষয়গুলো আদালতে তুলে ধরলে তাঁর আবেদনটি আউট অব লিষ্ট করে দেওয়া হয়।
সহিদুর রহমান মুক্তি এ মামলার অপর আসামি টাঙ্গাইল-৩ আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার ভাই। তাঁর বাবা আতাউর রহমান খান এই আসনের বর্তমানে আওয়ামী লীগের সাংসদ।
দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ ডিসেম্বর সহিদুর রহমান খান আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে হত্যা মামলা করেন। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গোয়েন্দা পুলিশ আদালতে আমানুর রহমান খান ও তাঁর অপর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয়।
Leave a Reply