মা হচ্ছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্কঃ মা হচ্ছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। হবু স্বামী স্যাম আজগারির সন্তানের মা হচ্ছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মা হওয়ার ঘোষণা দিয়েছেন ‘বেবি ওয়ান মোর টাইম’খ্যাত এই গায়িকা। তিনি জানান, হাওয়াই থেকে ছুটি কাটিয়ে নিজেকে কিছুটা ভারী মনে হচ্ছিল তার। এরপর প্রেগন্যান্সি টেস্ট করান। পরে জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

প্রথম অ্যালবাম দিয়েই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। সংগীতাঙ্গণে ঝড় তুলতেন তিনি। এর আগে দুইবার বিয়ে করেছেন। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু এ বিয়ে বেশি দিন টেকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা।

২০০৮ সালে বিষণ্নতা ও অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটনি। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইনের অধীনে আদালতের আদেশে ব্রিটনির বাবা জিমিকে এই গায়িকার সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়। গত ১৩ বছর ধরে ব্রিটনি স্পিয়ার্সের জীবনযাত্রা ও আর্থিক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তার বাবা।

অন্যদিকে, ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স‌্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গত বছর এই জুটি বাগদান সেরেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap