নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সদরে অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার কালিকাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মান্নান হোসেন (২২) ও একই চৌদ্দগ্রাম উপজেলার অলিপুর গ্রামের মৃত আ. হানিফের ছেলে শামীম হোসেন (২২)।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব আশেকপুর বাইপাসে মহাসড়কে অভিযান চালায়।
এসময় ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা গাঁজা বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা, একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ
আনিসুজ্জামান জানান, আটককৃতরা মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো।
তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply