নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় সারাদেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে ৬৫জন গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২শতক জমির দলিল,একটি পাকা বাড়ি উপহার প্রদান করেন।
এ সময় গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান
শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি)আজাহারুল ইসলাম ভুইয়া পিপিএম প্রমুখ।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসকের তহবীল জিআর প্রকল্প থেকে ৪৪১জন পরিবারকে ৩০ কেজি ১৩ মেট্রিক টন ২৩০ কেজি চাল বিতরণ করা হয়।
Leave a Reply