টাঙ্গাইলের মুদি দোকান গুলোতে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল

নিজস্ব প্রতিনিধিঃ তেল নিয়ে তেলেসমাতি যেন শেষ হচ্ছে না। এবার বাজার থেকে উধাও হয়ে বোতলজাত সয়াবিন। টাঙ্গাইলে চাহিদামত মিলছে না বোতলজাত সয়াবিন তেল। যেসব দোকানে পাওয়া যাচ্ছে তাতে লিটার প্রতি দাম নেওয়া হচ্ছে ২০০ টাকা। তেল নিয়ে এমন কারসাজিতে উৎপাদনকারী কোম্পানির ডিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা।

সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন মুদি দোকানগুলোতে নেই বোতলজাত সয়াবিন তেল। কিছু দোকানে অল্প কিছু বোতল দেখা গেলেও চাহিদামতো পাচ্ছে না ক্রেতারা।

দোকানিরা জানান, বোতলজাত সয়াবিনের চেয়ে খোলা সয়াবিনের দাম বেশি থাকায় অনেকে কারসাজি করে বোতল থেকে বের করে খোলা হিসেবে বিক্রি করছে। এতে প্রতি কেজিতে প্রায় ২৫ টাকা বেশি দরে বিক্রি করতে পারছে তারা।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের মুদি দোকানি আল আমিন ও আব্দুল হালিম বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে বিভিন্ন তেল কোম্পানিগুলোর কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে।

তারা আরও বলেন, আমরা তেল কোম্পানির ডিলারদের কাছে তেলের অর্ডার দিলে বিভিন্ন শর্ত জুড়ে দেন। এক কার্টন তেলের সঙ্গে ৫ কেজি ওজনের ১ প্যাকেট আটা, ৩ ডজন ধনিয়া, ৩ ডজন গুড়া মসলা, সরিষার তেল ইত্যাদি নিলেই কেবল ১ কার্টন তেল মেলবে।

আরেক ব্যবসায়ী রফিকুল জানান, ১০ কার্টন সয়াবিন চাইলে ১ কার্টন পাওয়া যায়। এতে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

তেল কিনতে আসা গোবিন্দাসী পোস্ট অফিসের মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ বাজারে সয়াবিন তেল নেই। এর আগে, ১৮০ টাকা করে নিয়েছিলাম। আজ ২০০ টাকা করে কিনলাম।

এ বিষয়ে টাঙ্গাইল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, বিষয়টি ডিসি অফিসকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap