নিজস্ব প্রতিনিধিঃ বেওয়ারিশ কুকুরের কামড় বা আঁচড়ে জলাতঙ্ক রোগ নির্মূল ও জলাতঙ্ক রোগ প্রতিরোধক প্রতিষেধক হিসেবে কুকুর টিকা (ভ্যাকসিনেশন) যৌথভাবে প্রদান করছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২২ এপ্রিল) থেকে কুকুর টিকা কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্যন্ত দিনব্যাপি দেয়া হবে কুকুর টিকা। উপজেলার ৬ টি ইউনিয়নসহ ১ টি পৌরসভার প্রতিটি এলাকার কুকুর টিকা দেয়া হচ্ছে।
জানা যায়, জলাতঙ্ক সাধারণত লিসা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। মাংসপেশি কিংবা স্নায়ুতে ঢুকে ভাইরাস বংশবৃদ্ধি করে থাকে। জলাতঙ্ক ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তাই জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে কুকুরকে নিরাপদ করে রাখা হচ্ছে।
উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও টিকা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত পরামর্শক শেফালি শেফু বলেন, পাঁচদিন ব্যাপি এ কর্মসূচি। এতে সার্ভেয়ার, টিকাদানকর্মী, লোকাল ডগ ক্যাচারকর্মী কাজ করছে। উপজেলায় বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কুকুরকে টিকার আওতায় আনা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ বলেন, উপজেলায় মোট ২৩টি টিম কাজ করছে এবং প্রতিদিন কমপক্ষে বেওয়ারিশ প্রায় ৩০০ কুকুর ভ্যাকসিনেশনের আওতায় আনছে কর্মীরা। টিকা কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
Leave a Reply