নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে যুবলীগ নেতা। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
পিটুনির শিকার আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ওই রাতেই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে হামলাকারী সানোয়ার হোসেন শরীফ ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক।
জানা যায়, গত মঙ্গলবার রাতে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে ডেকে নিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে অস্বীকার করায় সানোয়ারসহ আরও ৪/৫ জন মিলে কামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এতে তাঁর নাক ও মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে।
পরে স্থানীয় লোকজন কান্না শুনে দৌড়ে এসে কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বসে কথা বলে মামলা করা হবে।
জানতে চাইলে মুঠোফোনে অভিযুক্ত যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ বলেন, টাকা দাবি করার বিষয়টি সত্য নয়; আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা দুপক্ষের মধ্যে কথা বলে মীমাংসা করে নিয়েছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, টাকা ভাগাভাগির বিষয় নিয়ে একটু হাতাহাতি হয়েছে। বিষয়টি তেমন কিছুই না, সামান্য ঘটনা।
Leave a Reply