টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রিসেন্ট(রেড ক্রস) দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ মে) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট এ দিবসের আয়োজন করে।
সভায় টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী এমএ রৌফ, কার্যনির্বাহী সদস্য সুভাস চন্দ্র সাহা, সালাউদ্দিন হায়দার, সেলিনা আক্তার, ইউনিট লেবেল অফিসার এটিএম জিয়াউল আহসান, টাঙ্গাইল ইউনিটের যুব প্রধান আল আমিন প্রমুখ।
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল শাখার কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply