দৌলতদিয়া ফেরিঘাটের যানবাহন বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গায় যানবাহনের চাপ

নিজস্ব প্রতিনিধিঃ ঈদ শেষে এমনিতেই এখন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহনের চাপ। এ সময়ে দৌলতদিয়া ফেরিঘাটের যানবাহন বঙ্গবন্ধু সেতু ব্যবহার এই মহাসড়কে চাপ আরও বেড়েছে। এতে মহাসড়কের এলেঙ্গা অঞ্চলের ৩ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে।

সোমবার (৯ মে) সকালে মহাসড়কের এলেঙ্গা, রাজাবাড়ী মোড়, ভুঞাপুর লিংক রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, দৌলতদিয়া ফেরিঘাটের যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতু ব্যবহার করায় ভোর রাত থেকে চাপ বেড়ে যায়। এতে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি কেটে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap