আটককৃতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার গৌর সাহার ছেলে অমল ডাক্তার, যিনি দিগর ইউনিয়নের দেওনাপাড়া বাজারে ‘তনুশ্রী মেডিকেল হল’ নামক ওষুধের দোকান থেকে নিষিদ্ধ এসব মাদকজাতীয় ওষুধ পাইকারি ও খুচরা বিক্রি করতেন এবং ধলাপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে হোসেন আলী ‘তনুশ্রী মেডিকেল হল’ নামক ওষুধের দোকান থেকে দীর্ঘদিন যাবত নিষিদ্ধ মাদকজাতীয় ওষুধ টাপেন্টাডল খুচরা ও পাইকারি বিক্রি করতেন। গতকাল ধলাপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে হোসেন আলী নিষিদ্ধ টাপেন্টাডল কিনে নিয়ে যাওয়ার সময় সন্দেহবশত এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে।
Leave a Reply