নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল সোমবার পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিন দলটির উপজেলা কমিটির সভাপতি শওকত শিকদার এ তথ্য জানিয়েছেন।
ইউনিয়ন দুটি হচ্ছে ৩ নম্বর গজারিয়া ও ৭ নম্বর দাড়িয়াপুর। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম বলেন,
দুটি ইউনিয়নেই তৃণমূল ও উপজেলা আওয়ামী লীগের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য, ত্যাগী ও ক্লিন ইমেজের একাধিক নেতাদের নাম চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ আকারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯৯ মে, আপিল ২২ মে, আপিল নিষ্পত্তি ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
Leave a Reply