নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে শহরের আশেকপুরে কূপ খননের সময় মাটি চাপা পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরো তিন শ্রমিক। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের কূপ খননের সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার আনন্দ পাল (৫৫) ও অখিল পাল (৪০)।
জানা যায়, সকালে আশেকপুরে অলি, জিহাস ও নজরুলের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কূপ খনন করছিলেন পাঁচ শ্রমিক। এ সময় দুজন কূপের নিচে এবং অন্য তিনজন কূপের ওপরে ছিলেন। কাজ করার একপর্যায়ে মাটি ধসে কূপের নিচে চাপা পড়েন আনন্দ পাল ও অখিল পাল। এলাকাবাসী তিন শ্রমিককে উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে মাটি এক্সকাভেটর দিয়ে সরিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘শহরের আশেকপুর এলাকায় নির্মাণাধীন ভবনে খননের কাজ করার সময় মাটি চাপা পড়ে দুজন মারা গেছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ‘
Leave a Reply