কালিহাতীর বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল স্থগিত করা জন্য আবেদন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন বন্ধ ঘোষণা করার জন্য আবেদন করা হয়েছে।
০৯ মে সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি/ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরাবর বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু এ-আবেদন করেন।

আবেদন সূত্রে জানাযায়, আগামী ১০/০৫/২০২২ ইং তারিখে বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের তারিখ নির্ধারণ করে কালিহাতি উপজেলা আওয়ামীলীগ সভাপতি/ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি কালিহাতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছালাম সাহেবের মাধ্যমে আমার বরাবরে প্রেরণ করা হয়েছিল।
কালিহাতি উপজেলা আওয়ামী লীগের নির্দের্শিত খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অধিবেশন হওয়ার নির্ধারিত স্থান ছিল কিন্তু উল্লেখিত স্থান পরিবর্তন করে কালিহাতি আসনের এম.পি হাছান ইমাম খান সোহেল হাজারীর নির্দেশে আমাকে বাদ রেখে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ১১/০৫/২০২২ ইং তারিখে তার অনুগত লোক দিয়ে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন করার জন্য বাংড়া ইউনিয়নে প্রচার/প্রচারনা চালিয়ে যাচ্ছে যাহা বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র বিরোধী।
উল্লেখিত প্রচার/প্রচারনার কারণে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হইয়াছে। এমতাবস্থায় ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ১১/০৫/২০২২ ইং তারিখে কথিত গঠনতন্ত্র বিরোধী কাউন্সিল অধিবেশন করা হলে বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীদের মাধ্যমে চরম আইনশৃঙ্খলা অবনতির হওয়ার আশংকা রহিয়াছে।
আবেদন পত্রে দেখে আরো জানাযায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ সহ বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আবেদন মোতাবেক বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করে পরবর্তী তারিখ থেকে নির্ধারণ করে সম্মেলন অনুষ্ঠানের জন্য অনুরোধ করেন। এ সম্মেলনে কে কেন্দ্র করে ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক টান টান উত্তেজনা বিরাজ করছে এবং সম্মেলনে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশংকাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap