আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার তারোটিয়া ভাতকুড়া হাই প্রেসার সিএনজি পাম্পের সামনে অভিযান পরিচালনাকালে নওগাঁ জেলার মহাদেবপুর থানার চকগোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুকনুজ্জামান (২২), ভালাইন গ্রামের রইছ আকন্দ’র ছেলে জুয়েল আকন্দ (২৮), কে ১০কেজি গাঁজা ২টি মোবাইল এবং নগদ ৭০০/- টাকা সহ হাতেনাতে আটক করা হয়।
Leave a Reply