মধ্যরাতে নায়িকা অঞ্জনার বাসায় বহিরাগত একদল লোকের প্রবেশের চেষ্টা

বিনোদন ডেস্কঃ চল্লিশ বছরের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। বিশেষ করে তার নাচ মুগ্ধ করেছে অসংখ্য ভক্তকে। সম্প্রতি নন্দিত এই নায়িকাকে দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তার বাসায় বহিরাগত একদল লোক প্রবেশের চেষ্টা করে। বুঝতে পেরে চিৎকার দিয়ে ওঠেন এই অভিনেত্রী। তার চিৎকারে পালিয়ে যায় তারা। এরপরই তিনি ফোন করে সহযোগিতা চান উত্তর খান থানায়। এরপর সেই রাতেই তার বাসায় পুলিশ উপস্থিত হয়। বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘বাড়ির সামনের সাইডের একটি অংশে আমার বাড়ির নির্মাণাধীন কাজের অনেক বালি রাখা ছিল। ৩ তলার ছাদ বেয়ে দুই তালার বারান্দার কার্নিশের অংশ থেকে নিচে বালিতে লাফ দিয়ে নেমেছিল তারা। বালিতে ৩-৪ জনের পায়ের ছাপ দেখেছি।’

প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘চির কৃতজ্ঞতা আপনাদের প্রতি। সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু এটা নিঃসন্দেহে আবারও প্রমাণিত হলো। আমার ড্রাইভার ছুটিতে। বাসায় একমাত্র আমি ও আমার ছেলে। দারোয়ানও আজ বৃষ্টির জন্য আসতে পারেনি। হয়তো কেউ এই সুযোগটাই খুঁজছিল ক্ষতি করার জন্য।’

অভিনয় ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এই অভিনেত্রী রাজনীতিতেও বেশ সক্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap