নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় বাদল মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাদল মিয়া বানিয়াবাড়ি গ্রামের নওজেশ মিয়ার ছেলে।
রবিবার (১৫ মে) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ ভোরে ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ ধরে হাটছিলেন বাদল। এসময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা বাদলের লাশ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সত্যতা নিশ্চিত বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply