টাঙ্গাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় মতবিনিময় ও পরামর্শক কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় মতবিনিময় ও পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে শনিবার টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে “স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)” নিয়ে অংশীজনের সাথে এ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ শাহদাৎ হোসেন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এছাড়াও এ কর্মশালায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap