বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় সহকারী ভারতীয় হাইকমিশনার সার্বজনীন মহাশ্মশানের (কাপড়বান্দা) ভিক্তি স্থাপন করেন। শনিবার ১৪মে গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজন সরকারে সভাপতিত্বে ও রাজশাহীর বেতারের উপস্থাপক মোঃ রোকুজ্জামান মাসুমের উপস্থাপনায় গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় গ্রামে বেলা ১১টার সময় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী সার্বজনীন মহাশ্মশানের (কাপড়বান্দা) ভিক্তি স্থাপন করেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ইন্জিঃ মোঃ এনামুল হক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী তপন কুমার, সম্মানিত ট্রাস্টি,হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্ট,ধর্মবিষয়ক মন্ত্রানালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগমারা উপজেলার নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ ইব্রাহিম হোসেন, এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহমেদ, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আফজাল হোসেন সহ এলাকার অসংখ্য সুধীজন।
Leave a Reply